প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহার ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করার ক্ষ্যে বাঘায় সবজির বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান নিজস্ব অর্থায়নে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নিম্ন আয়ের ৬০০ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করেন।
কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতানের দেয়া সবজির বীজ ও ফলের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, সহকারি কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সমাজসেবক অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী সরকার ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
বীজ পাওয়া কৃষক লালন উদ্দিন বলেন, বর্তমানে সবজি চাষাবাদের জন্য খোলা বাজারে যে সকল বীজ বিক্রি হচ্ছে, তার মধ্যে অধিকাংশ বীজে ভেজাল রয়েছে। অনেক সময় দেখা যায় বীজ রোপন করলেও চারা বের হয় না। এদিক থেকে বাঘা কৃষি কর্মকর্তা প্যাকেট বন্দি ও মানসম্মত বীজ বিতরণ করেছেন। তার দেয়া বীজ পেয়ে আমি সহ সকল কৃষকই খুশি হয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS